Happiness Unlimited New (Bangla)

  • Format:

পৃথিবীতে, মানুষের জীবনের নির্ভরশীলতাই একটা কারণ যার জন্য সুখের মাত্রা এত কমে এসেছে। আর দেখতে গেলে, জীবনের এটাই সবচেয়ে বড় বিদ্রুপ, যে "সুখ" কিন্তু কোনো "ব্যক্তি","বস্তু" বা "জায়গা" বিশেষের উপরে নির্ভরশীল নয়। যদি আমরা প্রত্যেক কে তাদের নিজেদের রূপ-রঙে স্বীকার করে নিতে পারি, তাহলেই একমাত্র "সুখ" এর আসল স্বরূপ বুঝতে পারব।এর মর্ম লুকিয়ে আছে, বিচার, প্রতিহতবাদ,অনুযোগ,সমালোচনা ও প্রতিদ্বন্দ্বিতার মতো ভাবনার থেকে মুক্ত থাকার উপায়গুলোর মধ্যে। আমাদের জীবনের বিশুদ্ধতা, শান্তি ও সুখ যদি, অনুভূতি এবং মননের সাথে এক সূত্রে গাঁথা হয়ে যায়, তাহলে হয়তো আমাদের জিজ্ঞাসা, প্রত্যাশা অথবা অহংবোধের গোষ্ঠী সমূহ, পক্ষ পরিবর্তন করে উন্মুক্ততা, স্বীকৃতি ও ত্যাগের দিকে প্রবর্তিত হবে। আমরা অতীত ও ভবিষ্যতের কাল চক্র ভুলে,যথার্থ অর্থে বর্তমানকে নিয়ে বাঁচতে পারব। আমাদের অন্তরের স্বয়ংপ্রভ শক্তি ও সঠিক নির্ণয় ক্ষমতা,জন্ম দেবে এক অপার সুন্দর এবং মঙ্গলময় জীবনের। জীবনের পরম সত্যরূপে "সুখ" বিকশিত হবে সু-সিদ্ধান্তের হাত ধরে। নতুন সূর্যোদয় ---ব্রহ্মকুমারীদের সাথে ২০০৭ সাল থেকে "নতুন সূর্যোদয় "(awakening with Brahma Kumari) নামক টেলিভিশন অনুষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা প্রাপ্ত করেছে।২০০০এরও বেশি এপিসোডের দ্বারা মানব মনের গভীরে,চিন্তা-ভাবনার ব্যাপ্তি ও তার নির্দিষ্ট আচরণ প্রণালী নিয়ে আলোচনার দ্বারা আত্ম-রূপান্তরের এক নতুন দিশা উন্মোচিত হয়েছে। এই অনুষ্ঠানের ফলস্বরূপ, দর্শকগণ, মানসিক চাপ, হতাশা,আসক্তি, হীনমন্যতা এবং সম্পর্কের টানাপোড়েনের মতো ক্ষতিসাধন ও মানসিক ভারগ্রস্থ পরিস্থিতির সাথে সংগ্রাম করার পথ খুঁজে পেয়েছেন, এবং নিজেদের অন্তরের শক্তির প্রকৃত রূপ নির্ধারণে সমর্থন হয়ে, জীবনের দায়িত্বজ্ঞানশীলতার সম্মন্ধে অবগত হয়েছেন।.

?? ?? ?????? ?????? 1996 ?? ?????????????? ?? ?????? ????? ?? ?????? ??? ??? ???????? ??????????? ?? ?????? ??????? ?? ??? ?? ????? ???? ??? ???????????? ?? ????? ???? ?? ??? ?? ??????? ?????? ??? ???? ???????? ???? ???? ?? ?????? ?? ??? ????? ???? ??? ?????, ????????? ??????, ??????? ?? ??????? ???? ?????? ?? ???? ???????????????? ????? ???? ??? ???? ???? ??????? ??? ????? ?? ??? ?????? ???? ????? ?? ????? 2019 ??? ???? ????? ???????? ?? ???????? ???? ??? ?????? ?????? ???????????? ???????? ?????? ?????? ???????? ??????? ???? ??? ??? ????? ?????? ?????????????? ?????? ??????? ????? ??????? ???, ????? ???? ??? 250 ?? ???? ??????? ???? ??? I ???????? ?????? ?? ??? ?????? ??? ????????? ???? ?? ?? ?? ???? ??? ????? ????? ?????? ??????? ???? ??? ?? ???????????? ?? ??????? ??? ????? ???? ???? ??? ?? ??? ??????? ???????? ?? ???????? ?? ??? ???? ?????? ?? ??? ????? ????? ?? ??? ????? ???? ??? ???????? ?? ?????????? ????????? ???? ??? ??? ? ?????? ?????? ???????????? ???????? ?????? ?????? ???????? ??????? ???? ??? ???

SISTER SHIVANI with SURESH OBEROI

Customer questions & answers

Add a review

Login to write a review.

Related products

Subscribe to Padhega India Newsletter!

Step into a world of stories, offers, and exclusive book buzz- right in your inbox! ✨

Subscribe to our newsletter today and never miss out on the magic of books, special deals, and insider updates. Let’s keep your reading journey inspired! 🌟